কৌস্তুভ কুন্ডু দ্বিতীয় গুয়াহাটি স্মার্ট সিটি রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

IM কৌস্তুভ কুন্ডু, IM মায়াঙ্ক চক্রবর্তী ও আলেখ্য মুখোপাধ্যায় এই তিনজনের প্রত্যেকেই ৮.৫ পয়েন্ট করেন, দ্বিতীয় গুয়াহাটি স্মার্ট সিটি রেটিং ওপেন ২০২৫। কৌস্তুভ শীর্ষস্থান পান তাঁর টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুন। মায়াঙ্ক ও আলেখ্য দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে। মোট পুরস্কার মূল্য ছিল ₹৫১০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹৭০০০০, ₹৫০০০০ ও ₹৩০০০০ সঙ্গে একটি করে ট্রফি। সারা অসম দাবা সংস্থা এই পাঁচদিনব্যাপী দশ রাউন্ডের উন্মুক্ত রেটিং টুর্নামেন্টের আয়োজন করেছিলেন ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম, গুয়াহাটি, অসম ৪ঠা থেকে ৮ই আগস্ট ২০২৫। ইহা কৌস্তুভের বছরের চতুর্থ রেটিং টুর্নামেন্ট বিজয়। ছবি: বিবেন্দু দাস